Be a Trainer! Share your knowledge.

এক্সেল এর কাজ ও শেখার নিয়ম – Excel 2007 Tutorial in Bangla – Part 01

এক্সেল এর কাজ ও শেখার নিয়ম দিয়েই শুরু করছি মাইক্রোসফট এক্সেল ২০০৭ এর সম্পূর্ণ বাংলা ভাষায় টিউটোরিয়াল। পর্যায়ক্রমে বিভিন্ন পর্বে পুরো এক্সেল ২০০৭ এর বিভিন্ন কার্যকরী কমান্ডসমূহ বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ। 
Microsoft Excel হচ্ছে যুক্তরাষ্ট্রের Microsoft Corporation কর্তৃক তৈরি এবং বাজারজাত করা একটি বহুল প্রচলিত Spreadsheet এ্যানালাইসিস প্যাকেজ এপ্লিকেশন।  বর্তমানে Microsoft Excel 2016 সংস্করণ বাজারে চালু রয়েছে। এটি মুলত Microsoft Office Application প্যাকেজের অন্তর্গতএকটি এপ্লিকেশন।

মাইক্রোসফট এক্সেল ২০০৭ এর কাজ

  • Microsoft Excel 2007 কে আমরা বিভিন্ন রকম গাণিতিক পরিগণনা, ডাটা বিশ্লেষণ, তথ্য ব্যবস্থাপনা, চার্টের ব্যবহার করা যায়।
  • বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম থেকে ভিন্ন ভিন্ন তথ্যে সমন্বয়ে ডাটা প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করতে পারি।
  • Excel 2007 এর বিস্তৃত ওয়ার্কশিটটি কলাম ও সারিভিত্তিক সেলে বিভক্ত হওয়ায় এতে বিভিন্ন তথ্য সন্নিবেশ করে তথ্য বিশ্লেষণ করা যায় বিধায় একে স্প্রেডশীট এনালাইজার প্রোগ্রাম বলা হয়।
  • মাইক্রোসফট এক্সেল ২০০৭ এর বহুবিধ ব্যবহার এর জনপ্রিয়তাকে করে তুলেছে আকাশ চুম্বি। আজকাল চাকুরি, ব্যবসা, কিংবা পড়ালেখার ক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার।

এ কোর্সটি কাদের জন্য

Microsoft Excel 2007 খুব সহজ একটি এপ্লিকেশন। এটি শিখবার জন্য কম্পিউটারে দক্ষ হবার প্রয়োজন নেই। বরং এটি বারবার ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী নিজের অজান্তেই এক্সেল প্রোগ্রাম পরিচালনায় দক্ষ হয়ে উঠবেন। সুতরাং এই কোর্সটি লিখতে কিংবা পড়তে জানে এমন সবার জন্য।

মাইক্রোসফট এক্সেল শেখার নিয়ম

মাইক্রোসফট এক্সেল ২০০৭ শেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ জানা থাকলে ভালো হয়; জানা না থাকলেও শেখা সম্ভব।
কোন কিছু শেখার জন্য দরকার আগ্রহ এবং অনুশীলন। প্রতিনিয়ত কিছু কিছু অনুশীলন করুন। 
এটি মাইক্রোসফট এক্সেল ২০০৭ টিউটোরিয়াল এর প্রথম পর্ব। আমাদের সাথেই থাকুন; পর্যায়ক্রমে বিভিন্ন পর্বগুলো ধারাবাহিকভাবে প্রকাশের চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

Microsoft Excel 2007 প্রোগ্রাম রান করার নিয়ম

  • কম্পিউটারের পাওয়ার বাটন চেপে কম্পিউটার চালু করুন।
  • উইন্ডোজ ৭ এর Start মেনুতে ক্লিক করে Program/All Program এ ক্লিক করুন।
  • Microsoft Excel 2007 খুঁজে বের করুন এবং ক্লিক করুন।
নোট: ডেস্কটপে রাখা এক্সেল প্রোগ্রাম আইকন ডাবল ক্লিক এবং টাস্কবারে রাখা এক্সেল প্রোগ্রাম আইকন সিঙ্গেল ক্লিক করে রান করানো যাবে। এছাড়াও কীবোর্ড কমান্ড তৈরী করে বা শর্টকাট মেনু থেকেও এক্সেল রান করানো যায়।

About Author

Previous
Next Post »

Category