Be a Trainer! Share your knowledge.

ইন্টারনেট থেকে আয় - ফ্রিল্যান্সার নাসিম | Internet Theke Ay - Freelancer Nasim


ইন্টারনেট থেকে আয় (২০২০)

লেখক

ফ্রিল্যান্সার নাসিম

ক্যাটাগরি

ফ্রিল্যান্সিং

ব্যাক্তিগত রেটিং

০৮/১০

রিভিউ লেখক

কুয়াশা অরিজিনাল

আপনি কি জানেন এরকম অনেক মানুষ আছে যারা শুধু একটি ফেইসবুক পেইজ ক্রিয়েট করার জন্যও লোক হায়ার করে? বিশ্বাস না হলে ফাইবার (www.fiverr.com) এ একবার চেক করতে পারেন। আর এর জন্য যদি আপনাকে সবচেয়ে কম টাকাও দেয়া হয় তাহলেও সেই ফি হয় প্রায় ৪২৫ টাকা (৫$)।

ফ্রিল্যান্সিং বর্তমান সময়ের একটা ট্রেন্ড। আর ট্রেড হবেই না কেনো দেশে এতো এতো বেকার তার মধ্যে প্রতিনিয়ত বেকারের সংখ্যা বেড়েই যাচ্ছে।
ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয় বইটিতে ফ্রিল্যান্সার নাসিম তার অভিজ্ঞতার আলোকে ফ্রিলযান্সিং কি? কিভাবে করা যায়? কি কি প্রবলেম আসতে পারে এবং সেগুলো থেকে কিভাবে অভারকাম করা যেতে পারে সেই বিষয়গুলি তুলে ধরেছেন।

ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সেক্টর আছে যেমনঃ ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভলপমেন্ট, গ্রাফিকস্ ডিজাইন, কন্টেন্ট রাইটিং ইত্যাদি। এই বিষয় সম্পর্কে ধারনা পাওয়া যাবে এই বইটিতে।

কাজেই কেউ যদি ইন্টারনেটে কাজ করতে চান অথবা জানতে চান ইন্টারনেটে কিভাবে কাজ করা যায় এবং এই বিষয়গুলো কিভাবে ঘটে থাকে তাহলে বইটি আপনার জন্যই।

অবশ্যই এরকম না যে বই পড়লেন আর হাজার হাজার টাকা আয় করা শুরু করবেন। বইটি শুধু আপনাকে দিক নির্দেশনা দেবে।

পড়তে চান?


 

About Author

Previous
Next Post »

Category