Be a Trainer! Share your knowledge.

কিভাবে ইন্সটাগ্রাম থেকে সহজে ছবি , স্টোরি , ভিডিও ডাউনলোড করা যায়?

 

Feature

ক্লিক করুন এখানেফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইন্সটাগ্রাম (Instagram)। অ্যাপটি মূলত ছবি আর শর্ট ভিডিও শেয়ারিং এর জন্যেই খ্যাতি অর্জন করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি পর্যন্ত সবাইকেই এখন ইন্সটাগ্রাম ব্যবহার করতে দেখা যায়। ফেসবুকের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ইন্সটাগ্রাম অনলাইন মিডিয়াতে জায়গা দখল করে আছে। বিভিন্ন সময়ে ইন্সটাগ্রামে আমরা মজার বা জানার মতো ভিডিও পেয়ে থাকি যা সেভ করে অফলাইনে রাখতে ইচ্ছা পোষন করি। কিন্তু ইন্সটাগ্রামের রুলসের মধ্যে একটি হচ্ছে এখান থেকে কোন ছবি বা ভিডিও সরাসরি ডাউনলোড করা যাবেনা। তাই আজকে এই বিষয়ের সমাধান নিয়েই লিখছি।

ইন্সটাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড https://drive.google.com/drive/folders/12vB-6dlYYPzkNuriOJmVkjMXgU78rPfv?usp=sharing সহজ একটি কাজ। যে কোন ব্যবহারকারীই এটি করতে পারবেন। এরজন্য গুগল প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ইন্সটল করে নিতে হবে। ইন্সটল করতে ক্লিক করুন এখানে। ইন্সটল হয়ে গেলে এবার বাকি কাজগুলো করুন। ধাপে ধাপে দেখে নেওয়া যাক তাহলে সবকিছু-

১. অ্যাপ ড্রয়ার থেকে ইন্সটাগ্রাম অ্যাপটি ওপেন করুন।

২. কাঙ্খিত ভিডিও তে যান এবং ভিডিওর ডানদিকে উপরে থাকা তিনটি ডট চিহ্নে ট্যাপ করুন।

৩. পপ আপ উইন্ডো থেকে Copy Link অপশনে ট্যাপ করুন।

৪. পুনরায় অ্যাপ ড্রয়ারে ফিরে গিয়ে অ্যাপ লিস্ট থেকে প্লে স্টোর থেকে ইন্সটল করা অ্যাপ টি (ক্লিক করুন এখানে) ওপেন করুন।

৫. প্রদর্শিত বক্সের নিচের দিকে থাকা Paste বাটনে ট্যাপ করুন।

৬. ভিডিওটির লিংক পেস্ট হয়ে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। যদি অটো ডাউনলোড স্টার্ট না হয় তাহলে ডানদিকে নিচে থাকা ডাউনলোড আইকনে ট্যাপ করুন।

About Author

Previous
Next Post »

Category